কক্সবাংলা ডটকম(১৪ আগস্ট) :: মরশুমের ষষ্ঠ ট্রফি জেতা হল না রজার ফেডেরারের। টানা ১৬ ম্যাচ জয়ের পর থামলেন সুইস তারকা। মন্ট্রিল মাস্টার্সের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভের কাছে হেরে গেলেন ১৯টি গ্র্যান্ড স্লামের মালিক। রবিবারের ফাইনালে জেরেভ জিতলেন ৬–৩, ৬–৪ ফলে। ইউএস ওপেনের আগে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন জার্মানির তরুণ।
তবে ফাইনালে হারলেও ইউএস ওপেনে ফেডেরারের উপরেই বাজি ধরছে টেনিসমহল। মন্ট্রিল মাস্টার্সে চ্যাম্পিয়ন হওয়ার পর জেরেভ বলেছেন, ‘গোটা ম্যাচে আক্রমণাত্মক টেনিস খেলার চেষ্টা করেছি। ফেডেরারকে স্বাভাবিক খেলা খেলতে দিইনি।’ গত জুনে হ্যাল ওপেনের ফাইনালে ফেডেরারের কাছে হেরে গিয়েছিলেন জেরেভ। বলা ভাল তার মধুর প্রতিশোধ নিলেন মন্ট্রিল মাস্টার্সে।
চলতি মরশুমে ফেডেরারের মতো জেরেভের পকেটেও এখন পাঁচটা ট্রফি। ম্যাচের পর জেরেভের প্রশংসা করে ফেডেরার বলেছেন, ‘বেশ ভাল খেলেছে জেরেভ। আগামীদিনে ওর জন্য শুভেচ্ছা রইল।’ মাত্র ৬৮ মিনিটেই ম্যাচ জিতে নিয়েছেন জেরেভ।
এদিকে, রজার্স কাপে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন এলিনা শ্বিতোলিনা। তিনি ৬–৪, ৬–০ ব্যবধানে হারান ক্যারোলিন ওজনিয়াকিকে।
Posted ১২:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta