কক্সবাংলা ডটকম(৪ জুলাই) :: আগামী ১০ তারিখ মানব সভ্যতার এক বিস্ময়কর দিন হতে চলেছে। ওই দিন সৌরমণ্ডলের বৃহত্তম এবং প্রাচীনতম গ্রহ বৃহস্পতির গ্রেট রেড স্পট বা লাল বিন্দুর উপ দিয়ে ফ্লাইবাই করবে বা উড়ে যাবে নাসার মহাকাশযান জুনো। ওই গ্রেট রেড স্পট আসলে বৃহস্পতির উপর গত সাড়ে ৩০০ বছরেরও বেশি সময় ধরে থাকা ১৬,০০০ কিলোমিটার চওড়া ঝড়ের নাম।
স্যান অ্যান্টোনিয়োর সাউথওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউটের গবেষক স্কট বোলটন জানালেন, জুনো এবং তার মেঘ–ভেদকারী ক্যামেরা আগামী ১০ তারিখ ওই ঝড়ের ভিতরে ঢুকে দেখবে ঝড়ের মূলটা ঠিক কত গভীর। যার ফলে এত বছর ধরে চলে আসছে ওই ঝড়। ১৮৩০ সালে প্রথম বৃহস্পতির আবহাওয়া মণ্ডলের উপর গ্রেট রেড স্পট আবিষ্কার করেন বিজ্ঞানীরা। তারপর থেকেই ওই ঝড় সম্পর্কে তাঁদের কৌতুহল রয়েছে। যার সমাধান এতদিনে হয়ত কিছুটা হবে।
১০ তারিখ জুনো থাকবে গ্রেট রেড স্পটের ঠিক ৩,৫০০ কিলোমিটার উপরে। সেখান থেকে ঝড়ের বিষয়ে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে নাসায় পাঠাবে সে। যা বিজ্ঞানীদের সৌর সংসারের বৃহত্তম গ্রহ সম্পর্কে আরও জানতে সাহায্য করতে পারে বলেই আশা তাঁদের।
Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta