কক্সবাংলা ডটকম(৩০ আগস্ট) :: মাত্র ২৯ ঘন্টার অপেক্ষা! তারপরেই অষ্টম নেভিগেশন স্যাটেলাইট IRNSS-1H এর সফল উৎক্ষেপণ ঘটাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ বুধবার শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এই স্যাটেলাইটের৷
Indian Regional Navigation Satellite System (IRNSS) এর অংশ এই স্যাটেলাইটটি৷ ওজন ১৪২৫ কিলোগ্রাম৷ এতে রয়েছে Polar Satellite Launch Vehicle (PSLV) rocket, XL variant৷
বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা নাগাদ উৎক্ষেপণ করা হবে স্যাটেলাইট IRNSS-1H৷ নেভিগেশন স্যাটেলাইট IRNSS-1A এর পরিবর্তে স্থান নেবে এই মিসাইল৷ Indian satellite navigation system NavIC মধ্যে মোট নয়টি স্যাটেলাইট রয়েছে৷
সাতটি থাকে কক্ষপথে, বাকি দুটি বিকল্প৷ IRNSS-1H হল একটি বিকল্প স্যাটেলাইট৷ প্রতিটি স্যাটেলাইটে তিনটি করে মোট নয়টি ঘড়ি রয়েছে৷
ইসরো জানিয়েছে, NavIC নেভিগেশন সিস্টেমটি সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জন্য খুবই কার্যকরি৷ কোন সামুদ্রিক ঝড় সংক্রান্ত খবর সমুদ্রে থাকা অবস্থায় পেয়ে যাবে মৎস্যজীবীরা৷ স্মার্ট ফোনে থাকা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মিলবে এই তথ্য৷ এছাড়া বাণিজ্য জাহাজ গুলির জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ এই নেভিগেশন সিস্টেম৷
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta