কক্সবাংলা ডটকম(৮ জুন) :: সাফল্যের মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে সকলেই আগ্রহী। সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব অল্প সময়েই সেই মুহূর্ত পৌঁছে যায় বহু মানুষের কাছে। সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিশেষ মুহূর্তের সেলফি বা নিজস্বী। মানুষের সঙ্গে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই মহাকাশযান। গন্তব্যস্থলে সফলভাবে পৌঁছেই সেলফি তুলল ভারতের বাহুবলি রকেট GSLV MK III।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১০৪ টি মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। GSLV MK III নামের বাহুবলি মহাকাশযান সোমবার সফলভাবে পৌঁছে গিয়েছে গন্তব্যস্থলে। পৌঁছেই সেলফি তুলে পাঠিয়েছে ৬৪০ টন ওজনের এই মহাকাশযান। ২০০ টি পূর্ণ বয়স্ক হাতির সমান ওজনের এই মহাকাশযান নিজের নিজস্বীও তুলেছে খুব সফলভাবে।
মহাকাশে যাওয়া সকল যানের মধ্যেই লাগান থাকে উন্নত মানের ক্যামেরা। মহাকাশ থেকে পাওয়া ছবি নিয়েই মূলত চলে নানাবিধ গবেষণা। বর্তমানের বিশ্বায়িত সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত সমাজ আসক্ত হয়েছে নিজস্বীতে। সেই কারণে সেলফি বা নিজস্বী তোলার মতো প্রযুক্তিগত ব্যবস্থা রাখা হয়েছিল ভারতের বাহুবলি রকেটে। সেই ক্যামেরাতেই সেলফি তুলে পাঠিয়েছে বাহুবলি GSLV MK III।
Posted ২:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta