কক্সবাংলা ডটকম(৪ জুন) :: ইসরো আগামী ৫জুন সবথেকে বড় চ্যালেঞ্জ নিতে চলেছে৷ ওই দিন GSLV Mark III রকেট পরীক্ষা করা হবে৷ এর আগে পর্যন্ত এত শক্তিশালী রকেট ভারত উৎক্ষেপণ করেনি৷
ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কস্তুরিরঙ্গন জানিয়েছেন, প্রায় ১৫বছর ধরে এই রকেট বানানো হয়েছে৷ খরচ পড়েছে ৩০০কোটি টাকা৷ এই পরীক্ষা সফল হলে ভারত মহাকাশচারীদের বহন করতে পারে, এমন উপগ্রহ কক্ষপথে পাঠাতে পারবে৷ আপাতত এই পরীক্ষার লক্ষ্য হল অন্তত চার টনের উপগ্রহ কক্ষপথে পাঠানো৷
যদিও GSLV Mark III-র ছয় থেকে দশ টন ওজনের উপগ্রহ কক্ষপথে স্থাপনের সামর্থ রয়েছে৷ ড. কস্তুরিরঙ্গন বলেছেন, এই পরীক্ষা সফল হলে ভারত স্বনির্ভরতার এক নতুন ধাপ ছুঁয়ে ফেলবে৷ মহাকাশচারী বহনের উপযোগী উপগ্রহ কক্ষপথে স্থাপনের জন্য ভারতকে আর অন্য কারওর মুখাপেক্ষী হতে হবে না৷
GSLV Mark III-র ওজন কমপক্ষে ২০০টি ভারতীয় হাতির সমান৷ মাধ্যাকর্ষণের টান ছাড়িয়ে সত্যিই যদি এই রকেট মহাকাশে পৌঁছাতে পারে তাহলে তৈরি হবে এক নয়া ইতিহাস৷
Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta