কক্সবাংলা ডটকম(১৫ জুলাই) :: নতুন একটি ডিফেন্স পলিসি বিল পাস হল আমেরিকায়। নতুন বিল অনুযায়ী, মার্কিন এয়ার ফোর্সের অধীনে তৈরি হতে চলেছে নয়া বাহিনী। যার নাম, ‘স্পেস কর্পস’। বলা যেতে পারে মহাকাশের প্রতিরক্ষায় এবার সেনা মোতায়েন করছে আমেরিকা।
আমেরিকার নয়া ‘ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট’ অনুযায়ী, মোট ৬৯৬ বিলিয়ন ডলারের পেন্টাগন পলিসি নেওয়া হয়েছে। ৩৪৪ ভোটে পাস হয়ে যায় বিলটি। এই বিল অনুযায়ী, ‘স্পেস কর্পস’ নামে এক বিশেষ বাহিনী তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যা এয়ারফোর্সের অধীনেই কাজ করবে।
আমেরিকার স্ট্র্যাটেজিক ফোর্সের সাব কমিটির চেয়ারম্যান মাইক রজার জানিয়েছেন, মার্কিন এয়ার ফোর্স চাইছে মহাকাশে ফাইটার জেট মোতায়েন করতে। চিন আর রাশিয়ার থেকে এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য খরচ থেকে কাটছাঁট করে সামরিক খাতে খরচ বাড়াতে চাইছে। মিসাইল ডিফেন্সে ২৫ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে। মার্কিন সেনাদের বেতন বাড়ানো হয়েছে ২.৪ শতাংশ।
Posted ১:০২ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta