রোতাব চৌধূরী :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
২৬ মার্চ দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশপ্রেম আমল করতে পেরেছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের মত প্রবীণদের প্রজ্ঞা,
নবীনদের স্ফুরণ ও তারুণ্যের উদ্দীপনা এ তিনটি একত্রিত করে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, বলেন তিনি।
সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক সাহিদুল ওয়াহিদ সাহেদ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ১০০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার দেয়া হয়।
এ ছাড়া ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে পাঁচ হাজার টাকা করে টাকা শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এরপরে দিবসটি উপলক্ষে সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, এতিমখানাসহ বিভিন্ন কেন্দ্রে উন্নতমানের খাবার ও ইফতার পরিবেশন করা হয়।
Posted ১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta