আবদুর রাজ্জাক,(২০ ডিসেম্বর) :: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ উপজেলার হোয়ানক ইউনিয়নে অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ১ টি দেশীয় তৈরী দুই নলা বন্দুক, ৪ টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ৩ রাউন্ড গুলিসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সন্ত্রাসী মো: ফিরোজ(৩৩) কে আটক করেছে।
১৯ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাত্রে উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটার জোম পাড়ার পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে অস্ত্র ও গুলিসহ আটক করে। আটককৃত ফিরোজ ওই এলাকার মৃত মো:জালালের পুত্র বলে জানা গেছে। সে সি,আর মামলা নং-৩৩২/১৭’র দুই বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামী বলে থানা সূত্রে জানা যায়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ পিপিএম জানান, ১৯ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই রাজু আহমেদের নেতৃর্ত্ব একদল পুলিশ উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা বাজারের র্পূব দিকে জোম পাড়ার দক্ষিণ পাশের্^র পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সন্ত্রাসী মো: ফিরোজকে ৩ টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ১ টি দেশীয় তৈরী দুই নলা বন্দুক, ৪ টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে।
আটককৃত ফিরোজের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মহেশখালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারায় মামলা দায়ের (যাহার নং-২৭)করেছে।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta