এম রমজান আলী,মহেশখালী(২০ জানুয়ারী) :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ মহেশখালীতে ২০ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে পেকুয়ার ইউআই মোহাম্মদ হিরুর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কক্সবাজার জেলা কমান্ড্যান্ট দেওয়ান মতলুবুর রহমান, মহেশখালী থানার তদন্ত ওসি শফিকুল ইসলাম চৌধুরী, মহেশখালী আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.ফরিদুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, মহেশখালী ইউআই তাইফুর রহমান আরিফ, কক্সবাজার জেলা মনিটরিং মোঃ মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি সাজেদুল করিম, সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল, বড় মহেশখালী যুবলীগ সভাপতি জিল্লুর রহমান মিন্টু মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মহেশখালী উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোহাম্মদ সোহেল,
ডাঃ মনজুর আলম, কুতুবজোম ইউনিয়ন দলনেতা মোহাম্মদ হোসাইন, বড় মহেশখালী ইউনিয়ন দলনেতা মোহাম্মদ আলমগীর, হোয়ানক ইউনিয়ন দলনেতা মাহমুদুর রহমান বাবুল, শাপলাপুর ইউনিয়ন দলনেতা মোহাম্মদ জসিম, ছোট মহেশখালীর আব্দু শুক্কুর, ছালামত উল্লাহ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রিদোয়ান রাশেল, কাউন্সিলর সনজিত চক্রবর্তী, মুক্তিযুদ্ধা আজিজুর রহমান, সাংবাদিক শাহাব উদ্দিন, সাংবাদিক এম রমজান আলী, সাংবাদিক সিরাজুল হক সিরাজ, সাংবাদিক আব্দু রশিদ।
সভাশেষে অতিথিবৃন্দ আনসার ও ভিডিপি দুই দলনেত্রী হাফেজা বেগম ও মনিরা বেগম কে সেলাই মেশিন, প্রোগামে অংশ গ্রহনকারী ২০০শত সদস্য কে সম্মানী ভাতা ও গিফট প্রদান করেন।
পরিশেষে সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ব্যক্তিগত তহবিল থেকে আনসার ও ভিডিপি’র জন্য ১লক্ষ টাকা প্রদান ও আনসার ও ভিডিপি’র সদস্যদের সাইকেল ও মহিলা সদস্যাদের সেলাই মেশিন দেওয়ার ঘোষনা দিয়েছেন।
মহেশখালী আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.ফরিদুল আলম আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও আনসার ও ভিডিপি কক্সবাজার জেলা কমান্ড্যান্ট দেওয়ান মতলুবুর রহমান কে অবহিত করেন।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta