প্রেস বিজ্ঞপ্তি(১৬ আগস্ট) :: কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে তৃণমুল পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। যারা দেশের মানুষের কল্যাণ চায় না তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে দেশের গ্রামীন পর্যায়ের সাধারণ মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করে সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করেছেন। তিনি এই শোকের মাসে জাতির জনকসহ ১৫ আগষ্ট এর সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, দেশকে পাকিস্তানের মত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই জাতির জনককে হত্যা করা হয়েছিল।
ওই ঘাতকদের বিচার শেষ হলেও মদদদাতারা এখনো সক্রিয় রয়েছে। তারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বার-বার ষড়যন্ত্র করছে।
তিনি গতকাল বড়মহেশখালী ইউনিয়নের বড়ডেইল কমিউনিটি ক্লিনিকের সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যদান কালে এ কথা বলেন। এর আগে তিনি বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কাঙ্গালী ভোজে অংশগ্রহন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, পৌর মেয়র মকছুদ মিয়া,
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, কুতুবজুমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, মাস্টার লিয়াকত আলী, ডাঃ আমিরুজ্জামান আনজু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, এম আজিজুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, নুরুল আলম, বড়মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদ নুরুল আমিন, হোয়ানক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর,আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মেম্বার,
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, বড়মহেশখালী যুবলীগের আহবায়ক জিল্লুর রহমান মিন্টু মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম আবদুল মন্নান, সাংসদের পি.এস শমসের উল্লাহ, জেলা ছাত্রলীগ নেতা হালিমুর রশিদ, জেলা ছাত্রলীগ নেতা মোবারক বারেক, জেলা ছাত্রলীগ নেতা সরওয়ার কাইচাই ছিদ্দিকী সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুদ্দিন মাসুদ, ছাত্রনেতা শাহনেওয়াজ, ছোট মহেশখালী ছাত্রলীগের আহবায়ক মঈনুল ইসলাম রিয়ান সিকদার, যুবলীগের শফিউল আলম, বড়মহেশখালী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহজাহান, নুজরুল ইসলাম, সাহেল মোহাম্মদ আশেক।
বড়ডেইলে কমিউনিটি ক্লিনিক এর বর্ধিত অংশ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাজ্জাত হোসেন চৌধুরী।
ডাঃ শিমুল ভট্টাচার্য ও ডাঃ সিফাত এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, ডাঃ মাহফুজুল হক, ডাঃ মাহফুজ ইসলাম, বড়মহেশখালীর চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, প্রভাষক এহছানুল করিম।
এর আগে তিনি মহেশখালী উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় যোগদান করেন। বেলা ১২টায় তিনি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, ওসি তদন্ত শফিকুল হোসেন চৌধুরী, ডাঃ নুরুল আমিন, সাবেক ছাত্রনেতা আবদুল হাকিম ও মকছুদুল করিম।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta