বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের মহেশখালী উপজেলার লম্বা ঘোনা এলাকায় জিসমা মনি (১৮) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধূর নাম জিসমা মনি ওরফে কাজল (১৭)।
২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২ টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা গ্ৰামের তিন তুলা গাছ নামক এলাকায় গৃহবধূর শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর মায়ের দাবি যৌতুকের দাবিতে তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
অপরদিকে, নিহতের মা হামিদা বেগমের দাবি- তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে। তারা আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছেন।
ঘটনায় বাড়িতে মৃতদেহ রেখে পালিয়েছেন গৃহবধূর স্বামী ও শশুর বাড়ির লোকজন।
এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার সময় বাড়িতে তার ছোট দেবর ভাবির দরজা বন্ধ দেখে বেশ কিছুক্ষণ ডাকাডাকির এক পর্যায়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখলে প্রতিবেশী লোকজন নিয়ে জানালা ভেঙে তার ঝুলন্ত দেহ মৃত অবস্থায় উদ্ধার করে।
কিন্তু নিহতের মা হামিদা বেগম জানান, আমার মেয়ে জিসমা মনির স্বামি রোবাইয়াত ওরফে রুবেল (২৫) তার কাছ থেকে সমিতির ঋণ পরিশোধ করার জন্য গত সপ্তাহে ২০ হাজার টাকা চেয়েছিল।
এছাড়া আমার মেয়ে বলেছিল শ্বশুর বাড়িতে শীতের পিঠার জন্য ৫ হাজার টাকা না দেওয়ায় শাশুড়ি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে।
টাকা ও শীতপিঠা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, গত সাত মাস পূর্বে রোবাইয়াত ওরফে রুবেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়।
বিয়ের পর থেকে আমাকে মেয়ের সাথে দেখা করতে দিতনা শ্বশুর বাড়ির লোকজন। আমার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল।
নিহত গৃহবধূর বাবার বাড়ি একই এলাকার বালুর ডেইল এলাকায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ময়নাতদন্ত করতে লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হবে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta