এম রমজান আলী মহেশখালী(২ জুন) :: ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে মহেশখালীতে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।নিহত জেলে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বারঘর পাড়া এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র হামিদুর রহমান(৫৫)।
স্থানীয়রা জানান, গত ২৭ মে সকালে ২৯ জন মাঝিমাল্লাসহ গভীর সাগরে মাছ ধরতে যায় মহেশখালী পৌরসভার দাসিমাঝিপাড়ার জামাল কোম্পানির মালিকানাধীন ট্রলার এফবি রেজা। মাছ ধরার সময় মঙ্গলবার মোরার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় অন্য জেলেরা সাঁতরে তীরে এলেও হামিদুর রহমান নিখোঁজ ছিলেন।পরে বিভিন্ন জায়গায় খুজাঁখুজির পর ২ জুন ভোরে সোনাদিয়া চ্যানেলের উত্তর দিকে কালাদিয়ার চর নামকস্থানে ভাসমান অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার তার লাশ ভেসে সোনাদিয়ার চরে আসে। লোকমান দুই সন্তানের জনক।
গত ২৯ মে থেকে ৩০ মে পর্যন্ত বিরতিহীন আক্রান্তে ছোট মহেশখালী, সোনাদিয়া, কুতুবজোম, ধলঘাটা, মাতারবাড়ি, শাপলাপুর, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি পাশাপাশি বঙ্গোপসাগরে অসংখ্য মাঝিমাল্লা নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, নিহত’র পরিবারকে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে। আরো সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে মহেশখালীতে অসংখ্য জেলে নিহতের ক্ষতিপুরণ, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান ও ক্ষতিগ্রস্থ পরিবারদের সাহায্য সহযোগীতার হাত বাড়ানোর জন্য সরকার,মৎস্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। মহেশখালীতে জেলে নিহতদের ক্ষতিপুরণ, বাড়িঘর লন্ডভন্ড, নি¤œাঞ্চল প্লাবিত ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগীতা, মাঝিমাল্লা নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন আওয়ামী মৎস্যজীবিলীগ মহেশখালী শাখা।
অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন-জেলা মৎস্যজীবিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির মহেশখালী উপজেলা সভাপতি জাফর আলম জাবের মেম্বার, মৎস্যজীবিলীগ মহেশখালী উপজেলা সভাপতি মোহাম্মদ আনছারুল করিম কোম্পানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, পৌর সভাপতি এম শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুছা কলিমুল্লাহ, কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, কার্যকরি সদস্য কাউছার সিকদার (মাতারবাড়ি), সদস্য রবিউল হোসাইন মাঝী, মাষ্টার আবুল হোসাইন (ধলঘাটা), আনোয়ার পাশা, জকির আলম (বড় মহেশখালী), মৎস্যজীবিলীগ হোয়ানক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, কবির আহমদ, দেলোয়ার হোসাইন (শাপলাপুর), সিরাজুল ইসলাম (মুদিরছড়া) প্রমুখ।
সকলে নিহত জেলেদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta