সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
৪ জুন সকালে ২০ই মে থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা বিশেষ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন সিকদার।
এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব, সকল ইউপি সদস্য সহ গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।