সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ই জুন মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা সভাপতিত্বে, উপজেলা কৃষি অফিসার মোঃ নাসিরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী- কুতুবদিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ছালেহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এম. আজিজুর রহমান, মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক, মহেশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল আলম, মহেশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুর রহমান, মহেশখালী আদর্শ উচ্চ বিদয়ালয়ের সিনিয়র শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক সরওয়ার কামাল প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহেশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
Posted ১২:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta