এম রমজান আলী,মহেশখালী(২১ আগষ্ট) :: মহেশখালীতে থানা পুলিশের অভিযানে ২ সন্ত্রাসী গ্রেপ্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ আগষ্ট বিকাল ৩টায় হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া এলাকায় মহেশখালী থানার এসআই ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স অভিযান চালিয়ে জাফর আলমের পুত্র সন্ত্রাসী আরিফ উল্লাহ ও মোহাম্মদ শামিম কে তাদের আস্তনা থেকে গ্রেপ্তার করেছে।
অপর সুত্রে জানাগেছে, সন্ত্রাসী আরিফ উল্লাহ ও মোহাম্মদ শামিম ১২ আগষ্ট ধলঘাট পাড়া এলাকার আব্দুল জলিলের পানের বরজ ডাকাতি কালে হাতেনাতে ধৃত করলে আব্দুল জলিলের ভাই আব্দুল মতলব কে চুরিঘাত করে মৃত্যুর শয্যায় সজ্জিত করছে।
সন্ত্রাসী আরিফ উল্লাহ ও মোহাম্মদ শামিম ইয়াবা, হিরোইন, মদ, গাজাঁ ও অস্ত্রের ব্যবসা করে থাকে পুরো মহেশখালী তে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে এলাকার যুবতি মেয়েরা বাড়িতে থাকতে পারে না।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।
Posted ১১:১০ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta