সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ টি ওয়ারেন্ট মূলে ৪ জন পলাতক আসামী’কে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায় -অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কায়ছার হামিদের দিক নির্দেশনায়,পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজ উদ্দিনের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই সুমিত বড়ুয়া,এসআই মোশারফ হোসেন,এএসআই এমদাদ,এএসআই এজাহার,এএসআই লিংকন,সঙ্গীয় ফোর্সসহ ১৯ জানুয়ারী গভীর রাতে মহেশখালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এই সময়-সিআর-৯৫৮/২০ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বড় মহেশখালী ইউনিয়নের শীলপাড়া এলাকার মৃত যোগেন্দ্র নাথ এর পুত্র অরুন শীল প্রকাশ মনিয়া (৫৩), জিআর-১২/১২, জিআর-০১/০৮, জিআর-০৯/১৪- ৩টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার আব্দুল হামিদ এর পুত্র -মোঃ শাহজাহান (৩৫),জিআর-৩৩৩/১৩ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী কালারমারছড়া ইউনিয়নের নোনা ছড়ি এলাকার জাবের আহম্মেদ এর পুত্র আবদুল মোনাফ(৪৫),জিআর-২৫/০৬ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী-দক্ষিণ ঝাপুয়া এলাকার মোহাম্মদ হোসন এর পুত্র ফরিদুল আলম(৩৫),দের কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন,ক্রাইমজোন মহেশখালীর অপরাধ দমাতে থানা পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করেছে।
কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Posted ১২:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta