এম রমজান আলী,মহেশখালী(৯ সেপ্টেম্বর) :: মহেশখালীর ছোট মহেশখালীতে বসতঘরের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
৮ সেপ্টেম্বর সকাল ৮ টায় ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিন লম্বাঘোনা কালামিয়া বলি পাড়া এলাকায় মোহাম্মদ সুলতানের বসতঘরের জায়গা ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একই এলাকার মাহবুব আলম, মোহাম্মদ ফারুক সওদাগর, জাগির হোসেন, মোহাম্মদ মোস্তাক ও জাহাঙ্গীর আলম গং।
মোহাম্মদ সুলতান জানান, ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক আমাদের বসতভিটার জায়গা দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তাই আমরা প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করছি।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, জোরপূর্বক দখলকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
Posted ১১:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta