
সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে ২০২৫-২৬ অর্থবছরে “কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি (বসতবাড়ি ও মাঠ) আবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ই অক্টোবর দুপুর ১২টায় মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,
এই প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে উপজেলার কৃষকদের আগাম শাকসবজি আবাদে উৎসাহিত করা, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষে নির্ধারণ করা হয়েছে।

Posted ৪:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta