সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহর সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান,
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফজলুল করিম,মহেশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুদর্শন কান্তি দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছৈয়দুল হক, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা শাখার সভাপতি ডাঃ এসএম ওসমান সরোয়ার, মহেশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক রহমান জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta