এম রমজান আলী,মহেশখালী(৭ জুলাই) :: বড় মহেশখালী নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন যাতায়তের রাস্তায় ময়লার স্তূপ পথচারীদের দুভোর্গ চরমে দেখার কেউ নাই। দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ পড়েই আছে পচেঁ গলে দুর্গন্ধে আকাশ-বাতাস ও পারিপার্শ্বিক এলাকা চরমভাবে দুষিত হচ্ছে।
এলাকার বাসিন্দা ও নিয়মিত পথচারী আব্দু রহিম জানান, বাজারের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হওয়ায় নিয়মিত ভাবে উক্ত সড়ক দিয়ে যাতায়ত করতে হয় এই সড়কস্থ বউ বাজার ও নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেছনে ময়লা স্তুপ এমনভাবে পচেঁগলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এই সড়ক বেয়ে হাটাঁ চলা, বাজারে আসা ও মসজিদে নামায পড়তে আসা দুস্কর হয়ে পড়েছে।
রিক্সা চালক ছৈয়দ হোসেন জানান, সড়কে ময়লার স্তুপ এমন পর্যায়ে পৌছে গেছে গাড়ি চলাচল ও কষ্ট হয়ে পড়েছে, তাই উক্ত সড়কের ময়লার স্তপ পরিস্কার করা একান্তই প্রয়োজন হয়ে পড়েছে।
বাজারের ইজারারদার মুহাম্মদ একেরামুল হক চৌধুরী জানান, ময়লার অর্বজনা পরিস্কার করা আমি ও প্রয়োজন মনে করি তবে বিষয় হচ্ছে এটা পরিস্কার করার দায়িত্ব ইউনিয়ন পরিষদের।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta