সরওয়ার কামাল,মহেশখালী :: হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন, দুর্গম এলাকায় শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়ালো মহেশখালী উপজেলা প্রশাসন ।
বুধবার ১লা জানুয়ারী সন্ধ্যায় মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল ও বানিয়ার দোকান বাজার এবং ছোট মহেশখালী ইউনিয়নের ছিপাহিরপাড়া বাজার, হযরত ওমর ফারুক (রাঃ) ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসা’র এতিম হেফজ খানার ছাত্রদের’সহ স্থানীয় পথচারী-প্রতিবন্ধী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ।
বিতরণকালে উপস্থিত ছিলেন.. উপজেলা সহকারী কমিশন (ভূমি) দীপক ত্রিপুরা, গণমাধ্যমকর্মী ও বাজার এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে ইউএনও বলেন, এসব এলাকায় তীব্র শীত পড়ছে।
আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষে থেকে এখানে এসেছি। এগুলো মানবিক সহায়তার একটা অংশ।
এসময় প্রায় ৩০টি অধিক বিতরণ হয়েছে এ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান ।
Posted ১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta