বিশেষ প্রতিবেদক(২৭ মে) :: মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মনু মিয়া পাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় মহিলা সহ দুই জন আহত বাড়িঘর লুটপাট থানায় মামলা দায়ের।
এজাহার সুত্রে জানাযায়, ২৫ মে দিবাগত রাত অনুমান ১০টার দিকে মনু মিয়া পাড়া এলাকায় সন্ত্রাসী-আব্দুল আজিজ, শফিউল আলম, জাফর আলম, রহমত উল্লাহ, গফুর আলম, আবুল কালাম, হেলাল, জালাল, রুবেল, জাকারিয়া, ওসমান, শফিউল আলম(২), বাশিঁ, সুনগুইল্ল্যা, বয়ংঙ্গ ও কাউছার সহ ১৫/২০ জনের একটি দল অস্ত্রসস্ত্র, দা, কিরিচ, লোহার রড সহ সজ্জিত হয়ে একই এলাকার আজিজুল হক, আব্দুল মান্নান বাদশার বাড়িতে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা লুটপাট, টেংরা ভেড়া ভাংচুর করে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় মিনু আক্তার ও শাহেনা বেগম বাধাঁ দিতে চাইলে তাদের নাজেহাল, শ্লীলতাহানী ও পিটিয়ে গুরুতর আহত করেছে।
আহতদের অবস্থা আশংঙ্কা জনক। ঘটনার মুল নায়ক ও ইন্ধনদাতা মাহবুব আলম বাদশা। আজিজুল হকের স্ত্রী মিনু আক্তার বাদী হয়ে উপরিল্লোখিত সন্ত্রাসীদের বিরোদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
২৭ মে সন্ধ্যা সাড়ে ৪টার সময় ঘটনাস্থল পরিদর্শনে যান মহেশখালী থানার এসআই রাজু ও এসআই সঞ্জিতের নেতৃত্বে একদল পুলিশ।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta