বিশেষ প্রতিবেদক,মহেশখালী(২৭ আগষ্ট) :: মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে সন্ত্রাসীদের হামলায় কৃষক আহত থানায় মামলা দায়ের।
এজাহার সুত্রে জানাগেছে, ২৭ আগষ্ট দুপুর ২টায় ফকিরাকাটাঁ ও মাহারা পাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী হারুন এর নেতৃত্বে একদল সন্ত্রাসী আনোয়ার পাশা প্রকাশ বদ, মনজুর আলম প্রকাশ মিন্জু, আবু তাহের, রুবেল, মোজাম্মেল, জাফর আলম ও এজাহার মিয়া এলাকায় ইয়াবা, হিরোইন, মদ, গাজাঁ ও অস্ত্রের ব্যবসা, বাড়িতে ঢুকে অসহায় ও গরীব যুবতি মেয়েদের ধর্ষন সহ নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে।
তাতে বাধাঁ দেওয়ায় মাহারাপাড়া (মমতাজ মেম্বারের বাড়ি সংলগ্ন) এলাকায় শুনা মিয়ার পুত্র কৃষক ছৈয়দ কবির (২২) কে অস্ত্রের বার্টের ও দা, কিরিচের আঘাতে ক্ষতবিক্ষত করেছে।
ছৈয়দ কবিরের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় মহেশখালী হাসপাতালের কর্মরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়েরের জন্য থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
Posted ১২:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta