এম রমজান আলী,মহেশখালী(১৪ জানুয়ারী) :: ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়াকাটাঁ এলাকায় সন্ত্রাসীদের হামলায় ৬০ বছরের বৃদ্ধা মহিলা সহ আহত ২ জন।
১৪ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ত্রাসী জামাল হোসেনের স্ত্রী হুসনে আরা, জামাল হোসেনের মেয়ে জোসনা আক্তার ও সুক্কুনীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে আহমদিয়া কাটাঁ এলাকায় নুরুল ইসলামের বাড়িতে ঢুকে তান্ডবলীলা চালিয়েছে বাড়ির জিনিসপত্র ও স্বার্ণালংকার লুটপাট করেছে তাতে বাধাঁ দেওয়ায় ফাতেমা বেগম ও তাসলিমা বেগম এর শ্লীলতাহানী ও অস্ত্র ও দা. কিরিচ দিয়ে আহত করেছে।
আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta