সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা গ্রামে ১৯ ডিসেম্বর সকালে আল-ইকরা বৃত্তি পরীক্ষা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষাটি আয়োজন করেছে প্রাক্তন ছাত্র পরিষদ হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই-শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায়, এবং পরীক্ষার পরিবেশ ছিল অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ।
অনুষ্ঠানটি স্থানীয় অভিভাবক, শিক্ষকমণ্ডলী এবং অতিথিদের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকেরা জানান, এই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত মেধাবীদের বিশেষ সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে।
হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ স্থানীয় শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করে থাকে।
উপস্থিত সবার মতে, এ পরীক্ষাটি এলাকার শিক্ষার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Posted ১:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta