আবদুর রাজ্জাক,মহেশখালী(২০ জানুয়ারি) :: কক্সবাজারের মহেশখালীতে আহমদ আলী নামের এক পাষান্ড স্বামী তার স্ত্রী মনোয়ারা বেগমকে (৩২) পিটিয়ে হত্যা করছে।
ঘটনাটি ঘটেছে শনিবার(২০ জানুয়ারি ) সকাল ৯টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে। এই ঘটনায় স্বামী আহমদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার (২০ জানুয়ারি )সকাল ৯ টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় আহমদ আলী তার স্ত্রী মনোয়ারা বেগমকে ব্যাপক মারধর করে।
এর এক পর্যায়ে কোদাল দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক স্বামী পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন।
ঘটনার সংবাদ পাওয়া মাত্র থানার একদল পুলিশ ঘটনাস্হলে পৌছে ঘাতক স্বামী আহমদ আলীকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ ( পিপিএম বার) বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন এবং স্হানীয়দের সহযোগীতায় ঘাতক স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta