এম রমজান আলী,মহেশখালী(৯ সেপ্টেম্বর) :: কক্সবাজারের মহেশখালীতে সড়ক দূর্ঘটনায় ১ কিশোরের করুন মৃত্যু।
৯ সেপ্টেম্বর সকালে মহেশখালীর গোরকঘাটা -শাপলাপুর সড়কের নাকাটা এলাকায় মিউজিক গাড়ীর হেলপার মোঃ রিফাত (১২) সড়ক দূর্ঘটনায় মারা গেছে।রিফাত মহেশখালীর শাপলাপুর বারিয়া পাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে।
তাকে মহেশখালী হাসপাতালে সকাল ৯ টা ৪৫ মিনিটে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সূত্র জানায়,হেলপার রিফাত গাড়ীটি চলন্ত অবস্হায় গাড়ীর উপরে ছিল।গাড়ীটি চলন্ত অবস্হায় দ্রুত ব্রেক করায় রিফাত গাড়ীর ছাদ থেকে পড়ে ঘটনাস্হলে মৃত্যু হয় বলে জানা গেছে।
Posted ১১:০৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta