বার্তা পরিবেশক(৪ আগষ্ট) :: ছোট মহেশখালীতে হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক জায়গা জমি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে। ৩ আগষ্ট সকাল ১০ টার দিকে জসিম, আনজু মিয়া, শাহাব উদ্দিন ও ফরিজা খাতুন প্রকাশ পাখি গং অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে মামলার বাদী কামাল পাশা গংয়ের জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার জন্য পায়ঁতারা চালিয়ে যাচ্ছে।
৬ই ফেব্রুয়ারী সকাল ৯টায় ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিন নলবিলা পশ্চিম পাড়া এলাকায় সন্ত্রাসীরা চুরিকাঘাত করে আক্তার কামাল নামক ১ যুবককে খুন করে।
সেই খুনের আসামী পলাতক-মিজানুর রহমান, খাইরুল আমিন প্রকাশ নুরু, ওবাইদুল হক প্রকাশ আনজু মিয়া, জসিম উদ্দিন, শাহাব উদ্দিন ও জামিনে মুক্ত হওয়া নজরুল ইসলাম, ইয়াসিন মিয়া প্রকাশ বালি, নুরুল আলম প্রকাশ বাশিঁ, ফরিজা খাতুন প্রকাশ পাখি, বেবি আক্তার, আব্দু শুক্কুর ও আব্দু জলিল গং সবাই মিলে হত্যা মামলার বাদী কামাল পাশা গং কে স্ব-পরিবারে খুন করার হুমকি দিয়ে আসছে এবং তাদের জায়গা জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
বাদীপক্ষ জানান, আক্তার কামাল হত্যা মামলার আসামীরা ইয়াবা, হিরোইন, মদ, গাজাঁ ও অস্ত্র পাচার সহ নানান অপরাধী কার্যক্রম চালিয়ে পুরো এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta