বিশেষ প্রতিবেদক(মহেশখালী) :: কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি সোনালী পোপা মাছ।
মাছটি ১ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ধলঘাটা ইউনিয়নের জেলে নুরুল আবছারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে নুরুল আবছার জানান, বৈরী আবাহাওয়ায় সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস সময় কাটাচ্ছিলাম।
বৃহস্পতিবার সকালে ৮জন মাঝিমাল্লা সাগরে গিয়ে ধলঘাটা সাগরের বাহিরে জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছটি ধরা পড়ে।
মৎস্য বিজ্ঞানীদের মতে- যেসব মাছের আকার বড়, তাদের এয়ার ব্লাডার বড় হয় এবং দামও বেশি হয়। আর এর চাহিদা দিন দিন বাড়ছে।
বিশেষ করে পোপা মাছের এয়ার ব্লাডার বড় হয়। তাই এর চাহিদাও বেশি দামও বেশি। ডায়াবেটিক বা উচ্চরক্তচাপের ক্ষেত্রেও এই মাছ উপকারী।
এছাড়া এটি কোলস্টেরলমুক্ত বলেও জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ জন্যই পোপা মাছের এমন আকাশচুম্বী দাম।
Posted ২:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta