রোতাব চৌধূরী :: আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর অন্তর্ভুক্তিমূলক দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টি (ISEC) প্রকল্পের আওতায় মহেশখালীতে ৩ দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত তিনদিব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে রাখাইন সম্প্রদায়ের সদস্যসহ দূরবর্তী সোনাদিয়া দ্বীপের বাসিন্দাদের অন্তর্ভুক্ত করে মোট ৪২ জন অংশগ্রহণ করেন, যা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি টেকসই জীবিকার সুযোগ তৈরি করতে সহায়তা করবে।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল স্থানীয় চাহিদার ভিত্তিতে হাতে-কলমে দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সম্প্রদায়কে শক্তিশালী করা।
অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ কর্মশালা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দলগত আলোচনার মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন।
বিশেষভাবে, সোনাদিয়ার সম্প্রদায়ের সদস্যদের মহেশখালীতে প্রশিক্ষণে অংশগ্রহণ এই প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সুযোগ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
গতকাল প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রকল্প কর্মকর্তারা ও স্থানীয় নেতৃবৃন্দ প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও আগ্রহের প্রশংসা করেন এবং তাদেরকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের জন্য উৎসাহিত করেন।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ইউএনও মহোদয় বলেন, “এই প্রশিক্ষণ আমাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যকে প্রতিফলিত করে এবং সম্প্রদায়ের সদস্যদের টেকসই অর্থনৈতিক সুযোগ তৈরির জন্য দক্ষ করে তুলতে সাহায্য করে।
রাখাইন ও সোনাদিয়া সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ সহযোগিতার শক্তিকে প্রতিফলিত করে, যা একটি প্রতিরোধী সমাজ গঠনে সহায়ক হবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সাথে সংযোগ স্থাপনের অভিজ্ঞতা ভাগ করে নেন।
অনেকেই উল্লেখ করেন যে, এই প্রশিক্ষণ তাদেরকে পর্যটন, টেকসই জীবিকা ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমের সম্ভাবনার বিষয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি দিয়েছে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।
ILO-ISEC প্রকল্প কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মহেশখালীর এই প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রদায়কে ক্ষমতায়নের এবং টেকসই উন্নয়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।
Posted ৯:২১ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta