এম রমজান আলী,মহেশখালী(৩ আগষ্ট) :: মহেশখালীর কালারমারছড়ায় অবৈধ স-মিলের ছড়াছড়ি সাবাড় করছে বনাঞ্চল বনবিভাগের ষ্টাফদের রহস্যজনক ভুমিকা নিয়ে জনগনের মনে নানান প্রশ্ন জন্ম নিয়েছে।
বনবিভাগ থেকে পাওয়া তথ্যমতে, কালারমারছড়া ৫টি স-মিল আছে সব অবৈধ।
এলাকার সচেতন মহল জানান, স-মিলে প্রকাশ্যে ১২ নং পাহাড়ী মৌজার গাছ চিরাই করে থাকে যারফলে কাঠচোর চক্রের সদস্যরা পাহাড়ের গাছ সাবাড় করেই যাচ্ছে বনবিভাগের ষ্টাফেরা দেখে ও না দেখার বাহানায় থাকে।
কাঠচোর চক্রের সদস্য ও করাত কলের মালিকদের কাছ থেকে বনবিভাগের ষ্টাফেরা দৈনিক ও মাসিক টাকা নিয়ে থাকে না হলে কি করে প্রকাশ্যে পাহাড় থেকে দেশীবিদেশী গাছ কেটে করাতকলে ছিরাই করে থাকে জিপ, টেলা, টলি গাড়ী যোগে বিভিন্ন জায়গায় পাচার করে থাকে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত র্যাঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন জানান, কালারমারছড়ায় ৫টি স-মিল আছে সবই অবৈধ উক্ত স-মিলে ১২নং পাহাড়ী মৌজার গাছপালা ছিরাই হয়না।
এলাকার সচেতন মহল জানান, অবৈধ স-মিল থেকে দৈনিক ও মাসিক হারে বনবিভাগের ষ্টাফেরা চাদাঁ নেওয়ার কারনে মিলের বিরোদ্ধে বিহীত ব্যবস্থা নিচ্ছে না। বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্ঠি দেওয়া প্রয়োজন।
Posted ১:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta