বিশেষ প্রতিবেদক,মহেশখালী(১৪ মে) :: কালারমারছড়া ইউনিয়নের দক্ষিন ঝাপুয়া বাজারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে লবন ও চিংড়ী ব্যবসায়ীকে পিঠিয়ে আহত করার পর টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ মে রাত সাড়ে ১০টার দিকে দক্ষিন ঝাপুয়া বাজারে আব্দু রহমানের দোকানের সামনে সাতঘরপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দু রহমান মেকানি, আব্দুল মজিব, আরফ আলী, রুবেল, নেছার, শুনা মিয়া সহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসীর দল দা, কিরিচ, লোহার রড ও অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে দক্ষিন ঝাপুয়া সিকদার পাড়া এলাকার হাজ্বী বদিউল আলমের পুত্র নুরুল আবছারের উপর পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আঘাত করে মাঠিতে ফেলে রেখে তার কাছে থাকা লবন ব্যবসায়ের ৫লক্ষ টাকা লুট করে নিয়েছে।
আহত নুরুল আবছারের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় মহেশখালী হাসপাতালের কর্মরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে।
এ ব্যাপারে আহত নুরুল আবছার জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়ে আমার কাছে থাকা ৫ লক্ষ টাকা লুট করে নিয়েছে এরপরে ও হামলাকারীরা উল্টো আমাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
Posted ৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta