
সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার বাসিন্দা নুরুচ্ছফা সহ তার দুই ভাইয়ের ৩টা বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
৫ই অক্টোবর সকালে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও খাদ্য সহায়তা বিতরণ করলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ হেদায়েত উল্ল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, কুতুবজোম ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হোসাইন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হোসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ মহোদয় খাবার ও ত্রাণ সহায়তা বিতরণ কালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Posted ৩:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta