
সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা’র শ্রেণি কক্ষ ও মাদ্রাসা সংলগ্ন নুরুচ্ছার বসত বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে।
৫ই অক্টোবর বিকালে নুরুচ্ছার বসত ঘরের রান্নার কাজ করতে গিয়ে এ আগুনে সূত্রপাত হয় আগুন মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে বসতঘর ও পাশের মাদ্রাসার শ্রেণিকক্ষেও।
নিমিষেই মাদ্রাসার শ্রেণিকক্ষসহ শিক্ষাসামগ্রী ও নুরুচ্ছার পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
নুরুচ্ছার পরিবারের সদস্যরা জানান, বিকেলে রান্নাঘরে রান্নার কাজ করার সময় অসাবধানতায় আগুন ধরে যায় রান্নাঘরে।
পরে তা ছড়িয়ে যায় পুরো বাড়িতে। এক পর্যায়ে ছড়িয়ে যায় পাশের মাদ্রাসায়ও।
স্থানীয়দের সহায়তায় দমকল কর্মীরা এসে আগুন নেভায়। তার আগেই তাদের সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
তবে বসতঘর ও মাদ্রাসা দু’পক্ষই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta