বিশেষ প্রতিবেদক,মহেশখালী(৫ জুন) :: মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ইউনিয়ন স্বাস্থ্য এন্ড পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শিকা শিমুল আক্তার কে আহত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী কুতুবজোম তাজিয়াকাটাঁ এলাকার হোছন আলীর পুত্র মোহাম্মদ বাচ্চু মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত অবস্থায় প্রতিনিয়ত তাজিয়াকাটাঁস্থ ইউনিয়ন স্বাস্থ্য এন্ড পরিবার কল্যান কেন্দ্রে অবস্থান করে থাকে তারা সেখানে ইয়াবা, হিরোইন, মদ, গাজাঁ প্রতিনিয়তই সেবন করে এবং জুয়ার আসর বসায় তা বাধাঁ দেওয়ায় কেন্দ্রের পরিদর্শিকা শিমুল আক্তার ও তার স্বামী আনোয়ার পাশার উপর হামলা চালায়। তখন তারা বাদী হয়ে সন্ত্রাসী বাচ্চু গংয়ের বিরোদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতে ৩ জুন থানার এসআই ঘটনাস্থল পরিদর্শনে যান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সংবাদ পেয়ে সন্ত্রাসী বাচ্চু গং আবারো পরিদর্শিকা শিমুল আক্তার ও তার স্বামী আনোয়ার পাশার উপর হামলা চালিয়েছে। তখন ৪ জুন ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার (ভুমি) বিভিষন কান্তি দাশ ও থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ পরিদর্শনে যান তখন সন্ত্রাসী বাচ্চু কে বিভিন্ন জায়গায় খুজাঁখুজির পর না পাওয়ায় এলাকার ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তি কে নির্দেশ দিয়ে আসছেন বাচ্চু কে সেখানে পাওয়া যায় সেখান থেকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করার জন্য।
থানা পুলিশ বাচ্চু কে গ্রেপ্তার করতে না পারলে ও তার গ্রুপের ৩ জন কে আটক করেছে। আটকেরা হলেন-হোসন আলী, আলমগীর ও অপরজন মহিলা।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সন্ত্রাসী বাচ্চু কে যেভাবেই হোক গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং তার সহযোগীদের কে আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান, এলাকবাসিঁ থেকে পাওয়া তথ্যমতে বাচ্চু’র ৪ ভাই সকলের মামলা আছে তাদের কে ও গ্রেপ্তার করা হবে।
Posted ১০:১১ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta