এম রমজান আলী,মহেশখালী(১ জুলাই) :: মহেশখালীর কুতুবজোম খোন্দকার পাড়া প্রধান সড়ক সংযুক্ত ব্রীজ মরণ ফাঁদে পরিনত হয়েছে দেখার কেউ নেই। প্রধান সড়ক সংযুক্ত কালভার্ট এর কাজ প্রায় ২ মাস পূর্বে শেষ হলে ও ঠিকাদারের অবহেলায় ব্রীজের দু’পার্শ্বে কোন ধরনের মাঠি ভরাট না করায় মরণ ফাঁদে পরিনত হয়েছে। যারদরুন পার্শ্ববর্তী বসতঘর চরম ঝুকিঁতে রয়েছে ও উক্ত সংযুক্ত সড়ক দিয়ে দৈনিক ২হাজার জনগনের নিয়মিত পথচারন কষ্ট হয়ে পড়েছে।
এ ব্যাপারে অত্র এলাকার বাসিন্দা ও আওয়ামী মৎস্যজীবিলীগ ৯নং ওয়ার্ড সভাপতি রবিউল আলম জানান, ব্রীজ সংযুক্ত সড়ক মরন ফাঁেদ পরিনত হওয়ায় বসবাসকারী ২হাজার জনগনের দুঃখ-দুর্দশা চরম পর্য্যায়ে পৌছেঁ গেছে, উক্ত সড়ক বেয়ে কোন রোগী ও অনুষ্টানের আয়োজন করা যায়না পাশাপাশি উক্ত এলাকায় ২হাজার জনগন বসবাস করলে এখনো পর্যন্ত বিদ্যুতের ছুয়া লাগেনি তাই আমরা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করছি।
অত্র ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আজিজ খাঁন, আব্দুল হক হিরণ, সালামত সিকদার, ফুরকান আহমদ ও আব্দু সাত্তার জানান, উক্ত সড়ক নিয়ে আমরা চরম কষ্টে আছি তাই প্রশাসন ও সর্ব মহলের সার্বিক সহযোগীতা কামনা করছি।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta