সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীর গহীন পাহাড়ে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সরওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা যায় – অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ এর নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই রায়টন দে,এএসআই লিনকন দেব,এএসআই এজাহার সঙ্গীয় ফোর্সসহ ৬ জানুয়ারী দিবাগত রাতে হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ারছড়া গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে,অস্ত্র,মাদক,নারী অপহরণ সহ ৬ মামলার আসামী(যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) অস্ত্রধারী সন্ত্রাসী সরোয়ার কামাল প্রকাশ সরওয়ার (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
সরোয়ার কামাল প্রকাশ সরওয়ার (৩৫) হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার গ্রাম পুলিশ মৃত ইজ্জত আলী পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায় -সরোয়ার কামাল প্রকাশ সরওয়ার (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র,মাদক,নারী অপহরণ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল,তার ভয়ে এলাকার সাধারণ জনগণ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না।
তাকে গ্রেপ্তারের সংবাদ এলাকায় প্রকাশ পেলে সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ জানান-অস্ত্র,মাদক,নারী অপহরণ সহ ৬ মামলার আসামী(যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) অস্ত্রধারী সন্ত্রাসী সরোয়ার কামাল প্রকাশ সরওয়ার (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৯:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta