সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালীর সমগ্র বনাঞ্চল ও কৃষি জমি রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ , কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ মহেশখালী”র যৌথ আয়োজনে ২৭ এপ্রিল (শনিবার) বিকাল ৪ টায় মাতারবাড়ী নতুন বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) মহেশখালী শাখার সহ-সভাপতি ডাঃ মোঃ এয়াকুব আলী।
মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সাধারন সম্পাদক এবং বাপা মহেশখালীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মহসিন এর সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক সিকদার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সহ-সভাপতি মাষ্টার মোঃ নুর নবী , মহেশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত ইকবাল মুরাদ , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ ,
মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সাধারন সম্পাদক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ম সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মহেশখালী শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান খাঁন, বাপা মহেশখালী শাখার যুগ্ম সাধারন সম্পাদক আলাউদ্দিন আলো , বাপা মহেশখালী শাখার সদস্য ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য মোঃ জাহাঙ্গগীর আলম প্রমুখ ।
মোঃ মানিক এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , সাংবাদিক শহিদুল ইসলাম কাজল , বাপা মহেশখালী শাখার সদস্য মাষ্টার নাজেম উদ্দিন , কাজী মোঃ হারুন মির্জা , সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইকবাল , দিদারুল ইসলাম , আকিবুল ইসলাম ও বাসেম উদ্দিন প্রমুখ ।
Posted ৮:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta