মহেশখালীর শাপলাপুরে অবৈধ করাত কলের বিভিন্ন মালামাল জব্দ
শনিবার, ০১ জুন ২০২৪
47 ভিউ
সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার শাপলাপুর বিটের আওতাধীন জেএমঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈকরাত কলের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
১ জুন সকালে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা ও মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে করাত কলের মালামাল জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শাপলাপুর বিট অফিসার নুরে আলম মিয়া সহ বিটের সকল স্টাফগণ।