এম রমজান আলী,মহেশখালী(১৪ আগষ্ট) :: মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে আইন শৃংঙ্খলা পরিস্থিতি চরম অবনতি বলে জানান এলাকার সচেতন মহল। ইউপি চেয়ারম্যানের শাসন কার্য দুর্বল হওয়ায় মাথা সাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী মহল এমন অভিযোগ তুলেছে এলাকার ভুক্তভোগী মহল।
অভিযোগে জানাগেছে, শাপলাপুর ইউনিয়নের মুকবেকীর ধুল্যাছড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ওহাব মিয়া, মোহাম্মদ জহির, সলিমুল্লাহ, টুক্কু মিয়া, মইন উদ্দিন, সাহাদত হোসেন ও ফয়েজ গং একই এলাকার আবুল কালামের সত্বীয় জায়গা জোরপূর্বক দখল, স্ব-পরিবারে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর পায়তাঁরা চালিয়ে যাচ্ছে। এমন শতশত ঘটনা ঘটিঁয়ে চলেছে শাপলাপুর ইউনিয়ন জুড়ে।
ধুইল্যাছড়ি এলাকার এক ভোক্তভুগী জানান, চেয়ারম্যানের শাসনকার্য দুর্বল হওয়ায় পুরো ইউনিয়ন জুড়ে নানান অপরাধী কার্যক্রম নির্ধিদায় চলছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরুল হকের মোবাইলে বারবার কল দেওয়া হলে ও মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta