সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুরে একটি টমটমের গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে দিনেশপুর এলাকার হাওলাদারের পুত্র মোঃ ইমন ও আবুল বশরের পুত্র নুরুল আবছারের মৃত্যু হয়েছে।
১৫ ই মে দুপুর ২টায় দিনেশপুর আর্দশগ্রাম ঘাটের আমান উল্লাহ ড্রাইভারের টমটম গ্যারেজে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মোঃ আজমল হুদা।
স্থানীয়রা জানান, ট্রলার করে সাগর থেকে মাছ ধরে দিনেশপুর আর্দশগ্রাম ঘাটে নোঙর করে।
সেখানে থেকে আসার সময় স্থানীয় আমান উল্লাহর গ্যারেজে টমটম চার্জ দেওয়ার বিদ্যুৎ এর তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এসময় স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান- শাপলাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরুতহাল রিপোর্ট করেছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta