অজিত কুমার দাশ হিমু(২১ জুন) :: কক্সবাজারের সন্ত্রাস কবলিত জনপদ মহেশখালীর শাপলাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ৩জনকে আটক করেছে র্যাব-৭। ২০জুন দিবাগত রাত ১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক করা হয় ৩জন অস্ত্র ব্যবসায়ীকে। পরে তাদের দেয়া তথ্যমতে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো ফকিরখালী পাড়ার নুর আহম্মেদ ছেলে মোঃ হাবিবুর রহমান (৩২), বাড়িয়াছড়ির মৃত নুরুল আফছার এর ছেলে মোঃ নাসির উদ্দিন (৩০), উত্তর নলাবিলার আজিজুল হক এর ছেলে শহিদুল ইসলাম (২৪)। তাদেরকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, কক্সবাজার জেলার মহেশখালী শাপলাপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা ডাকাতি, লবন চাষীদের নিকট হতে চাঁদা আদায়, মাছের ঘের হতে চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
এছাড়া কিছুসংখ্যক অস্ত্র ব্যবসায়ীরা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করার লক্ষে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার র্যাব-৭ অভিযান পরিচালনা করে ৩জন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।
পরে তাদের দেয়া তথ্য মতে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে এনামুল হকের বসতবাড়ীর পূর্বদিকের দোচালা গোয়ালঘরের ভিতরে খড়কুটার মধ্যে তল্লাসী করে ১৩ টি ওয়ান শুটারগান,১২ বোর শর্ট গানের গুলি-২২ টি, ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮ টি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার কথা স্বীকার করে।
র্যাব কাম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন আরও জানান,আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে অস্ত্র আইনে মামলা দায়েরেরসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta