এম রমজান আলী,মহেশখালী(২২ ডিসেম্বর) :: মহেশখালীর শাপলাপুরে ফরেষ্ট গার্ড কর্তৃক শাপলাপুর পুইছড়ি এলাকার বাসিন্দা মৃত নজির আহমদের পুত্র আব্দুল নবীকে গুলি করে আহত করেছে।
আহত আব্দুল নবী বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা নড়ছে বলে জানাগেছে।
আহত পরিবার পক্ষ জানান,২২ ডিসেম্বর সকালে আব্দুল নবী শাপলাপুরস্থ তার নিজস্ব হোয়াইগ্গ্যাছড়া সাধন্যাইয়া জিরিস্থ বাগানে পানের বরজ ও কলা বাগানে যাওয়ার সময় ফরেষ্ট গার্ড আব্দুল নবীকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
বর্তমানে সে গুলিবিদ্ধ হয়ে চট্রগ্রাম হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে। আর টাকা পয়সা না থাকার সঠিক চিকিৎসা নিতে পারছেনা।
ঘাতক ফরেষ্ট গার্ড বিরোদ্ধে বিহীত ব্যবস্থা নেওয়ার বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছে এলাকাবাসিঁ।
Posted ১:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta