এম রমজান আলী,মহেশখালী(৩ জুলাই) :: কক্সবাজারের সন্ত্রাস কবলিত জনপদ মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী জালাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও ডজনাধিক মামলার আসামি জসিম উদ্দীনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ জুলাই বিকাল ৪টার সময় কালামারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদ এর ছেলে এবং জালাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসী জসিম জালাল বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড এবং তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মারামারিসহ ডজনাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
Posted ১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta