এম রমজান আলী,মহেশখালী(২৩ আগষ্ট) :: মহেশখালীর হোয়ানকে পারিবারিক কলহের জেরধরে গৃহিনীকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত পরিবারপক্ষ জানান, ইয়াবা-হিরোইন ব্যবসায় বারন করায় দীর্ঘ দিনধরে স্বামী-স্ত্রী কলহ চলে আসছে শেষ পর্যন্ত ২৩ আগষ্ট সকাল ৯টায় হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটাঁ এলাকায় মোস্তফা কামাল প্রকাশ লুতু মিয়া কে নানান অপকর্মে বাধাঁ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী হাসিনা আক্তার পাখি’র উপর অমানবিক নির্যাতন (লোহার রড দিয়ে পিঠিয়ে মুমুর্ষ করে মাঠিতে ফেলে রাখে) শেষ পর্যন্ত ঘটনাস্থলে প্রাণ হারায়।
ঘটনাকে ভিন্ন হাতে প্রবাহিত করার জন্য মোস্তফা কামাল গং নিজ বাড়িতে হাসিনা আক্তার গলায় ফাসঁ লাগিয়ে আতœহত্যা করেছে মর্মে এলাকায় সউর করেছে।
ঘাতক মোস্তফা কামালের মা আনুয়ারা জানান, সকাল ৯টার দিকে আমার ছেলে ও ছেলের বউ ঝগড়ায় লিপ্ত হলে আমরা তাদের কে মিলমিশ করে দিয়েছি এরপরে ও এই রকম জঘন্য কাজ কি করে হল আমরা জানিনা। নিহত হাসিনা আক্তার পাখির ১ মেয়ে ফমি (৯) ও ১ ছেলে বায়োজিদ (৭)।
এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ কে বারবার ফোন দেওয়ার পরে ও মোবাইল রিচিব না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta