এম রমজান আলী,মহেশখালী(১৪ জানুয়ারী) :: মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত নতুন কমিটির পরিচিতি সভা উপজেলা সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে মহেশখালী আইনজীবি সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আবু তালেবের পরিচালনায় ১৪ জানুয়ারী বিকাল ৩টায় বড় মহেশখালী ইউনিয়নস্থ উপজেলা আওয়ামী কার্যালযে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান, সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফরিদুল আলম, সহসভাপতি মাষ্টার লিয়াকত আলী, সহসভাপতি এসএম মুজিবুল হক, সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, সাংগঠনিক সম্পাদক এড. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন খোকন, আব্দু সামাদ, মোস্তফা কামাল, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহেছানুল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন এলাহী, বড় মহেশখালী ইউনিয়নের সাবেক সভাপতি ফুরকান বিএ, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল কোম্পানী, বড় মহেশখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদস্য সরওয়ার আজিম, সেলিম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন আনোয়ার চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি সাজেদুল করিম, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান মিন্টু, যুবলীগ নেতা শফিউল আলম ছব্বির মেম্বার, মুক্তিযুদ্ধা আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা নুরুদ্দীন মাসুদ, সাহেল এমডি আশেক এছাড়া ও নবগঠিত উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির সভার আগে জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপির নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুতুব উদ্দিন এলাহী, গীতা পাঠ করেন ব্রজ গোপাল ঘোষ।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ চালিয়ে যেতে হবে এবং দেশের আরো ভাগ্যন্নোয়ন করতে হলে আগামীতে ও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ জয়যুক্ত করতে হবে।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta