এম রমজান আলী,মহেশখালী(৭ জুন) :: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী মুদিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিবাবকেরা অভিযোগে বলেন, আমাদের সরলতার সুযোগে অত্র বিদ্যালয়ের শিক্ষকগন সাধন চন্দ্র দে, ফিরোজ খাঁন, আবু নেছার হেলাল, পলাশ ও ফকির উদ্দিন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছাত্রছাত্রীদের অভিবাবকের মোবাইল নাম্বারের স্থলে শিক্ষকগনের নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে তাদের সেই নাম্বারে সরকার কর্তৃক দেওয়া টাকা বিকাশের মাধ্যমে মুদিরছড়া ও আহমদিয়াকাটাঁ এলাকার প্রায় ১৭১ জন ছাত্রছাত্রীর টাকা উত্তোলন করে নিয়েছে।
সেই আলোচিত ঘটনার সরকার কর্তৃক তদন্ত করার জন্য ছাত্রছাত্রীদের অভিবাবকেরা দাবী তুলেছে অন্যতায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ স্মারকলিপি দিতে বাধ্য হবে।
ছাত্রছাত্রীর অভিবাবক চোকিদার রমজান আলী জানান, শিক্ষকগন চলচাতুরী করে আমাদের মোবাইল নাম্বার না দিয়ে তাদের নিজস্ব নাম্বর দিয়ে প্রায় ১৭১ জন ছাত্রছাত্রীর টাকা উত্তোলন করে লুটপাট করে খেয়ে ফেলেছে।
এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চন্দ্র দে জানান, অন্যান্য বিদ্যালয়ে যেভাবে হয়েছে আমাদের বিদ্যালয়ে ও তেমনি হয়েছে আমাদের করার কিছু নাই।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta