কক্সবাংলা ডটকম :: স্পেসএক্স থেকে এবার জোর ধাক্কা খেলেন ইলন মাস্ক। মাঝ আকাশে ভেঙে গেল তাঁর স্বপ্নের উড়ান! স্পেসএক্স বৃহস্পতিবার তার সর্বশেষ স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করে।
যদি সব ঠিকঠাক থাকত, তাহলে এই মিশনটি একটি অপ্রত্যাশিত মোড় নিত। কিন্তু তেমনটা বাস্তবে ঘটেনি। উৎক্ষেপণের মাত্র ৮ মিনিটের মধ্যেই ভেঙে টুকরো হয়ে যায় স্টারশিপটি।
যা জানা যাচ্ছে, মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের পরই লঞ্চ প্যাডে একটি আশ্চর্যজনক বুস্টার ক্যাচ ব্যাক লক্ষ্য করা যায়। আর তারপরই মাত্র ৮ মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যায় সেটি।
স্পেসএক্সের মতে, স্টারশিপের ছয়টি ইঞ্জিন একে একে বন্ধ হয়ে যায়।
যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মিশনটি হঠাৎ করেই শেষ হয়ে যায়। এর জেরে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়। রুট পরিবর্তন করতে হয় অন্তত ২০টি বিমানের।
টেক্সাস থেকে উদ্ভূত, মিশনটি মেক্সিকো উপসাগর জুড়ে বৈশ্বিক গতিপথে স্টারশিপ পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছিল।
১০টি ডামি স্যাটেলাইট দিয়ে পরিপূর্ণ, পরীক্ষামূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল স্যাটেলাইট স্থাপনের প্রক্রিয়াকে পরিমার্জিত করা, যা ভবিষ্যতের মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠত।
স্টারশিপ ভেঙে যাওয়ার পর অবশ্য মন খারাপ না করে খোশমেজাজেই ধরা দিয়েছেন ইলন মাস্ক। মজার ছলেই স্টারশিপ ভেঙে পড়ার ভিডিও শেয়ার করেছেন তিনি।
তাঁর কথায়, “সাফল্য নিশ্চিত নয়। কিন্তু বিনোদন কম পড়বে না”। তবে ব্যর্থ হলেও আগামী দিনে সাফল্য মিলবে বলে আশাবাদী স্পেসএক্স।
স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুট এই প্রসঙ্গে বলেছেন, এই বিষয়ে ডেটা বিশ্লেষণ করতে এবং কী ঘটেছে তা বের করতে সময় লাগবে।
মহাকাশযান থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য ৯০ মাইল (১৪৬ কিলোমিটার) উচ্চতা এবং ১৩,২৪৫ মাইল (২১,৩১৭ কিমি) এর গতিবেগ নির্দেশ করে স্টারশিপ।
চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে ২০২৩ সাল থেকে স্টারশিপ প্রকল্প শুরু করেছে মাস্কের সংস্থা স্পেসএক্স। এর আগে ৬টি স্টারশিপ তৈরি করে উৎক্ষেপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সপ্তম স্টারশিপটি পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়।
উৎক্ষেপণের এক ঘণ্টা পরে ফের ভারত মহাসাগরে নেমে পড়বে স্টারশিপ এমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু বাস্তবটা হল ঠিক উল্টো।
উৎক্ষেপণের পরেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় স্টারশিপ। মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে স্টারশিপের ধ্বংসাবশেষ।
Posted ২:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta