সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে দেশীয় অস্ত্র সহ ওসামা(৩০) নামের এক যুবককে মহেশখালী থানার পুলিশ আটক করেছে।
৭ই জুন দিবাগত রাত মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, গেলো রাতে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের পুলিশ উপ-পরিদর্শক এসআই ইমরান হোসেনের নেতৃত্বে সাইরার ডেইল এলাকায় ডিউটিরত অবস্থায় এক যুবকের গতিবিধি সন্দেহ জনক মনে হলে, তাকে জিজ্ঞাসাবাদ পরবর্তী দেহ তল্লাশি করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র(এলজি) উদ্ধার করা হয় বলে দাবী পুলিশের।
মহেশখালী থানার ওসি(তদন্ত) মোঃ তাজ উদ্দিন বলেন, আটক হওয়া মোঃ ওসামা মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার আজিজুল হকের পুত্র।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
Posted ৮:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta