হুমায়ূন রশিদ,টেকনাফ(১৯ জুলাই) :: অপরাধপ্রবণ সীমান্ত উপজেলা টেকনাফ মডেল থানার ওপেন হাউজডে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন বলেছেন,ইয়াবা চোরাচালানসহ যাবতীয় মাদক পাচার দমনে সবাইকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ পুলিশী হয়রানির শিকার হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
১৯জুলাই বিকাল সাড়ে ৪টায় টেকনাফ মডেল থানা ভবনের হলরোমে অনুষ্ঠিত ওপেন হাউজডে অনুষ্ঠান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এএসআই মহির খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন এএসপি আফরোজুল হক টুটুল,(উখিয়া সার্কেল) চাইল্যা মারমা,সাবেক এমপি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর,টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈন উদ্দিন খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া থানার ওসি আবুল খায়ের,টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আলহাজ্ব নুরুল হুদা,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার(সিআইপি),টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান মিয়া,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলতান মাহমুদ প্রমুখসহ কর্মরত সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন,সম্প্রতি এই টেকনাফ সীমান্তে ইয়াবাসহ যাবতীয় মাদক শুরু আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে।
যা জাতির প্রাণশক্তি যুব ও ছাত্র সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আগামী প্রজন্মকে রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
এই ব্যাপারে কোন আপোষ নেই। আর এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অনিয়ম-দূর্নীতির আশ্রয় নিলে কাউকে রেহাই দেওয়া হবেনা।
পোষাক পরিধান করে অভিযান চালাতে হবে। ডিবি সদস্যদের থানা পুলিশকে অবহিত করে পরিচয়পত্র সাথে নিয়ে অভিযান পরিচালনা করতে হবে। এসব অপরাধ দমনে থানা পুলিশকে তথ্য ও সহায়তা দিয়ে সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta